প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর অবকাঠামোগত উন্নয়নে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পৌরসভা’ শীর্ষক প্রকল্প বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. রেজাউল হক। প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী এএসইচএস মোহাম্মদ আলী খান, সচিব মো. তায়েব আলী, সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, কাউন্সিলর জহির রাজ, কাউন্সিলর হাসানুজ্জামান হাসান, আব্দুল্লাহ আল সম্রাট, সাংবাদিক আনোয়ারারুল ইসলাম টুটুল প্রমুখ।
বক্তারা পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।