Print Date & Time : 27 August 2025 Wednesday 9:00 pm

রাজবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধি, রাজবাড়ী : ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা “১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না’ শীর্ষক আলোচনা সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন সেক বক্তব্য রাখেন।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন কৃষি সম্পসারন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন।