Print Date & Time : 27 August 2025 Wednesday 9:19 am

রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার আব্দুর রশিদের ছেলে মাহেন্দ্র চালক মো. সুজন শেখ (৩৪), রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা মাহেন্দ্র যাত্রী মমিন ও মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের সাইফুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক কল্যাণপুর পৌঁছালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দমোড়গামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালক সুজন ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনাচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।