Print Date & Time : 29 August 2025 Friday 12:44 am

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে বিকাশ শর্মা (৩৬) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে শীতলদাহ গ্রামের খলিল শেখের বাড়ীতে কাঠের কাজ করতে গিয়ে ড্রিলমেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

বিকাশ শর্মা বলিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামের মৃত পানু শর্মার ছেলে।

নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কাবিল উদ্দিন জানান, বিকাশ খলিল শেখের বাড়ীতে কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ওই বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দীর্ঘদিন যাবৎ কাঠ মিস্ত্রীর কাজ করে আসছিল।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।