প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় সবুজ প্রামাণিক (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সামনে প্রাইভেটকার চাপায় তার মৃত্যু হয়। সবুজ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জসাই গ্রামের রতন প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রশিক্ষণার্থী ছিলেন। সকালে বাস থেকে নেমে টিটিসে প্রবেশ করার সময় বিপরীত দিক থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার মো: ফরহাদ হোসেন জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরেই তার মৃত্যু হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
রাজবাড়ী হাইওয়ে থানার এসআই মো: জিল্লুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক গাড়ীটিকে খুজে বের করার চেষ্টা চলছে।
রাজবাড়ী কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ নুর অতএব আহাম্মদ জানান, সবুজ প্রামানিক টিটিসির একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তিনি তিনদিনের ট্রেনিং শেষে আজকে সার্টিফিকেট নিতে আসছিলেন। কিন্তু সার্টিফিকেট নেয়ার আগেই গাড়ি চাপায় তার মৃত্যু হয়।