Print Date & Time : 9 July 2025 Wednesday 1:20 am

রাজবাড়ীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি ,রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ২ টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজসহ একজন এবং ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ও ২কেজি গাঁজাসহ একজন মোট ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মৃত আজাহার আলী শেখের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৩) ও বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে মোঃ আশরাফুল মন্ডল (৩৫)।

পাংশা মডেল থানার ওসি মোঃ মাসুদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আশরাফুল মন্ডল এর কাছ থেকে ০২ (দুই) টি ওয়ান শুটারগান ও ০৪ (চার) রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার এবং মোঃ আরিফুল ইসলামের কাছ থেকে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে পাংশা মডেল থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।