Print Date & Time : 8 July 2025 Tuesday 12:17 am

রাজবাড়ীর পদ্মায় অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বইলতা স্লুইসগেট এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদত হোসেন বলেন, স্থানীয়দের থেকে পদ্মা নদীতে লাশটি ভেসে থাকার খবর পাই। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি পদ্মার পানিতে ভেসে এসে বইলা স্লুইসগেট অংশে এসেছে। লাশের যে অবস্থা, তার পরিচয় জানাও খ্বু কষ্টকর হবে। তবুও চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।