Print Date & Time : 27 August 2025 Wednesday 9:00 pm

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরুজ

প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ নির্বাচিত হয়েছেন। তালগাছ প্রতীকে তিনি পেয়েছেন ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পাংশা পৌর আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুন্ডু( মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু(আনারস) প্রতীক নিয়ে পেয়েছে ২৮ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

এর আগে সকাল ৯ টায় ভোট ইভিএমে গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন শেষ হয়।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্রপ্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও ৭ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৫৯৮ টি ভোটারের মধ্যে ৫৯৫টি ভোট কাস্ট হয়।এর মধ্যে ১ টি ভোট বাতিল করা হয়।