রাজশাহীতে এক লাইনে মুখোমুখি দুই ট্রেন

শেয়ার বিজ ডেস্ক: রাজশাহীতে এক লাইনে মুখোমুখি হয়েছিল দুটি ট্রেন। গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-রহনপুর রুটের সিতলাই রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।

সিতলাই রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মতিনের বরাত দিয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুজ্জামান জানান, সকাল পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন ধরে স্টেশনে ঢুকছিল। ওই সময় একই লাইনে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। ওই সময় দুটি ট্রেনেরই গতি কম ছিল। পরে পিছু হটে ২ নম্বর লাইন দিয়ে কমিউটার এক্সপ্রেস বেরিয়ে যায়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, সিতলাই রেলওয়ে স্টেশনে খুব কম ট্রেন যায়। প্ল্যাটফর্ম লাইনটা সাধারণত নিরাপদ রাখা হয়। আউট সাইড করে আরেকটি ট্রেন ঢুকানো হয়। এখানে একটি ট্রেন প্ল্যাটফর্ম লাইনে থাকার পরও আরেকটি ট্রেন সামান্য ঢুকে পড়েছিল। পরে একটি ট্রেন পেছনে এনে আউট সাইড দিয়ে বের করে দেয়া হয়।

তিনি আরও বলেন, এখানে ট্রেনচালক সিগন্যাল অমান্য করেছিলেন, নাকি স্টেশন মাস্টারের গাফিলতি ছিল তা তদন্ত করে বের করা হবে। দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

দুই ট্রেনের মাঝখানে পড়ে যুবকের মৃত্যু: এদিকে গাজীপুর মহানগরীর পুবাইলে ট্রেনে কাটা পড়ে খোকন মিয়া (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় টঙ্গী-ভৈরব রেলসড়কের পুবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোকন মিয়া পূবাইলের বসুগাঁও এলাকার রুস্তম আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুবাইল রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুব হোসেন জানান, খোকন মিয়া সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন দিয়ে হেঁটে পুবাইল কলেজ গেট এলাকা অতিক্রম করছিলেন। এ সময় ঢাকাগামী সিলেট মেইল ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল এবং বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে অন্য একটি ট্রেন যাচ্ছিল। দুই দিক থেকে দুটি ট্রেন আসায় খোকন মিয়া দ্বিধায় পড়ে এক লাইন থেকে অপর লাইনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সিলেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।