রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠকের পর গতকাল বুধবার বেলা ৩টায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
সমিতির সহসভাপতি ফয়সাল কবীর চৌধুরী জানান, দুপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতারা প্রথম বৈঠক করে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করা হয়। ওই বৈঠকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নীতিমালা অনুসরণ করার শর্তে দাবি মানার আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে আমানা হাসাপাতালের সাড়ে ৩ লাখ, রয়্যাল হাসপাতালের পৌনে ৪ লাখ ও ডেলটা ডায়াগনস্টিক সেন্টারের ১ লাখ টাকা জরিমানা করলে ধর্মঘট ডাকা হয়।