Print Date & Time : 11 September 2025 Thursday 12:14 am

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরী জামায়াত নেতা ড. কেরামত আলীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর হেতেমখাঁ পানির টাঙ্কি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তারকৃত জামায়াত নেতা ড. কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। নগরীর হেতেমখাঁ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

আরএমপি মুখপাত্র রফিকুল আলম জানান, নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের কাজে বাধা প্রদান, বেআইনিভাবে সমাবেশ করা, পুলিশের ওপর আক্রমণ করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।