রাজশাহীতে টিকা কার্যক্রম শুরু ১৪ ও ১৬ আগস্ট

প্রতিনিধি, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কভিড ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কভিড-১৯-এ পাঁচজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। সেইসঙ্গে স্বাস্থ্য জটিলতায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ওয়ার্ড পর্যায়ে বন্ধ হওয়া টিকা কার্যক্রম শুরু হবে আগামী ১৪ ও ১৬ আগস্ট।

রাজশাহী সিটি কপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকতা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, সিভিল সার্জন অফিস থেকে টিকা এনেছি। মাত্র দুই দিন এই টিকা কার্যক্রম চালু থাকবে, ১৪ ও ১৬ আগস্ট।

কারা টিকা পাবেনÑএমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম ডোজের নিবন্ধিতরা মডার্নার এ টিকা নিতে পারবেন। এ দুদিন নগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪ কেন্দ্রে এই টিকা দেয়া হবে। গত ৭ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হওয়ার দুদিনের মধ্যে টিকা শেষ হয়ে যায়। এরপর সরকারি চারটি কেন্দ্রে টিকা কার্যক্রম চালু থাকলেও মজুত শেষ হওয়ায় গত মঙ্গলবার সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই বন্ধ হওয়া টিকা কার্যক্রম আবার শুরু হবে বলে জানিয়েছে রাসিক কর্তৃপক্ষ।

এদিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শেয়ার বিজকে জানান, গত ২৪ ঘণ্টায় কভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে রয়েছেন নাটোরের একজন, রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও পাবনার তিনজন।

গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কভিড ইউনিটে ৫১৩ বেডে রোগী ভর্তি রয়েছেন ৩২৫ জন। আইসিইউতে ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ২০ জন ভর্তি আছেন।

তিনি আরও জানান, বৃহ¯পতিবার জেলার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে কভিড-১৯ মিলেছে। সংক্রমণের হার বুধবার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ। সেই তুলনায় তিন দশমিক ৪৮ শতাংশ কমেছে শনাক্তের হার, যা ২৫ দশমিক ১৫ শতাংশে নেমে এসেছে। 30DB��6E-D�