প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনে এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানিয়েছেন। নিহত আসাদুল ইসলাম (২৪) নগরীর মতিহার থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে ও রাজশাহী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কাজ করতেন। ওসি বলেন, ‘রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র আন্তনগর ট্রেনে কাটা পড়ে আসাদুলের শরীর দ্বিখণ্ড হয়ে যায়। আসাদুল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Print Date & Time : 14 September 2025 Sunday 1:50 am
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ছাত্র নিহত
সারা বাংলা ♦ প্রকাশ: