Print Date & Time : 30 August 2025 Saturday 8:52 am

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সাবেরা বেগম (৫০) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। নিহত নারী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার মৃত আলাউদ্দিনের স্ত্রী। স্বামী মারা যাওয়ায় অভাবের কারণে সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে নগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে সাবেরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।