Print Date & Time : 5 September 2025 Friday 2:24 pm

রাজশাহীতে নারী কৃষকের মাঝে ব্যাংক এশিয়ার ঋণ বিতরণ

আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে নারী কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে রাজশাহীতে ২২০ জন প্রান্তিক নারী কৃষকের মাঝে কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংক এশিয়া। সম্প্রতি রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়নকৃত স্কিমের আওতায় চার শতাংশ সুদে এক কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মির্জা আবদুল মান্নান। রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আক্তার হোসেন, উপপরিচালক (কৃষি) মোজদার হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি