প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক নুরুন্নবী হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার রাজশাহীর অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালত-২ এর বিচারক আকবর আলী শেখ এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত দুজনকে প্রাণদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। আট বছর আগে ২০১৩ সালে নুরুন্নবীকে বাড়িতে ডেকে ওই দুই আসামি হত্যা করে।
জানা যায়, ২০১৩ সালের ১৫ এপ্রিল নুরুন্নবীকে বাড়িতে ডেকে মফিজ উদ্দিন ও দেরাজ উদ্দিনের স্ত্রী ফুলজান বিবি ফুলজান হত্যা করে। এরপর মফিজ ও ফুলজান নুরুন্নবীর দেহ একটি বস্তায় ভরে বিলে এবং মাথাটি অন্য স্থানে ফেলে দিয়ে আসেন। পরে দুর্গাপুরের কান্দরে বিল থেকে নুরুন্নবীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর ফুলজানের বাড়ি থেকে কান্দরে বিল পর্যন্ত রক্ত দেখে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে। এর পরে পুলিশ ফুলজান তার স্বামী দেরাজ, ছেলে আব্দুর রহিম ও মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে ফুলজান ও মফিজ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
এ ঘটনায় নুরুন্নবীর ছেলে হাসেম আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।