রাজশাহীতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের অফিস উদ্বোধন করা হয়। রাজশাহীর বোয়ালিয়ার একটি কনভেনশন সেন্টারে ‘শাখা উদ্বোধন ও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. কায়সার হামি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, বিডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক বরুণ প্রসাদ পল, রাজশাহী চেম্বারের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম নাজমুল হাসান। বিজ্ঞপ্তি
