Print Date & Time : 2 September 2025 Tuesday 11:39 am

রাজশাহীতে রাত ৮টার পর দোকানপাট-বিনোদনকেন্দ্র বন্ধ

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে কভিড-১৯ সংক্রমণ হু-হু করে বেড়েই চলেছে। শুক্রবার জেলায় সংক্রমণ হার ছিল ৭১ দশমিক ৩৯। যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায়ও এই জেলায় ৬০ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়। ১৬ জানুয়ারি থেকেই রাজশাহী জেলা রেড জোনে রয়েছে। সবকিছু বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলের দেওয়া নতুন (গণবিজ্ঞপ্তি) নির্দেশনা অনুযায়ী, আজ শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাজশাহী জেলার সব বিপণিবিতান, শপিংমল, বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা এসেছে। ইতোমধ্যে এই নির্দেশনার বিষয়ে মানুষকে জানাতে গতকাল শুক্রবার রাতে নগরের কয়েকটি এলাকায় পুলিশকে মাইকিং করতে দেখা গেছে।

জেলা প্রশাসকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৭ জানুয়ারি রাজশাহী জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলার বিপণিবিতান, শপিং মল, বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রাত আটটার পর বন্ধ থাকবে।’

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল শেয়ার বিজকে বলেন, দিন দিন সংক্রমণ বেড়েই চলেছে। এই মুহূর্তে জনগণের মধ্যে জনসচেতনা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনায় করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।