Print Date & Time : 28 August 2025 Thursday 10:06 am

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ২

প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলার দায়েরকৃত মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রেস্ট হাউস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মামলার ২নং আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভা-াররক্ষক জীবন (২২) ও নির্বাহী পরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিএমডিএর রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে গ্রেপ্তার আসামিদের নিয়ে পুলিশ রাজশাহীর উদেশে রওনা হয়। তারা আসার পর বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাইভ চলা অবস্থায় এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বুলবুল হাবিব।