রাজশাহীতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোনালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক কার্যালয়ের আওতাধীন রাজশাহী, নওগাঁ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ প্রিন্সিপাল অফিস ও রাজশাহী করপোরেট শাখা প্রধানসহ সব শাখা প্রধান ও ব্যবস্থাপকদের অংশগ্রহণে বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা গত বুধবার রাজশাহী মহানগরের ভিক্টোরিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের মহাব্যবস্থাপক মীর হাসান মোহা. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়িক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং অতিথি ছিলেন ডিএমডি পারসুমা আলম। বিজ্ঞপ্তি