Print Date & Time : 4 August 2025 Monday 3:07 am

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭জন নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাটাখালী থানায় পুলিশ বাদী হয়ে হানিফ পরিবহনের অজ্ঞাত চালকের বিরুদ্ধে এই মামলা করে।

আজ শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

গতকাল (শুক্রবার) দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহীর কাটাখালীতে বাসের সাথে সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে আগুনে পুড়ে মারা যায় মাইক্রোবাসের চালকসহ ১৭ জন।

পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার রাঙামাটি গ্রামের সালাউদ্দিন পরিবার পরিজন নিয়ে মাইক্রোবাসে করে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা দেখতে আসছিলেন। তারা কাটাখালী পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। দগ্ধ ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরো ৬ জন মারা যান। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।