সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর সব পর্যায়ের কর্মীর অংশগ্রহণে এক সমাবেশ সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং ইভিপি মো. তৌহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর সর্বস্তরের কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি
