Print Date & Time : 9 August 2025 Saturday 4:51 am

রাজশাহী কলেজে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ

প্রতিনিধি, রাজশাহী:রাজশাহী কলেজের সাংবাদিকদের সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নতুন সহযোগী সদস্যের নিয়ে দুই দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজের হাজি মুহাম্মদ মুহসিন ভবনের গ্যালারি রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহাবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আজমত আলী রকি এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আলী আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি।

এছাড়া উপস্থিত ছিলেন আরসিআরইউ’র সহসভাপতি এম মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক হাসনাত হাকিম, অর্থ সম্পাদক বদরুদ্দোজা, দপ্তর সম্পাদক দুর্জয় ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক তানজিলা আক্তার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সজিবুল ইসলাম হƒদয়। কর্মশালায় ৪০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।