রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ৭ মার্চ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম এবং বিভাগীয় মহাব্যবস্থাপক, রাজশাহী মো. আতিকুল ইসলাম। বিজ্ঞপ্তি