Print Date & Time : 27 August 2025 Wednesday 9:25 am

.রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছতলায় ক্লাস

প্রতিনিধি, রাবি: দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক।

তারা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. আব্দুল্লাহ আল মামুন, ফোকলোর বিভাগের ড. আমিরুল ইসলাম কনক ও নৃবিজ্ঞান বিভাগের বকতিয়ার আহমেদ।

কভিডকালে স্বাস্থ্যবিধি মেনে গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে সশরীরে এ ক্লাস নেয়া হয়।

ক্লাসে বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় তিন শিক্ষকসহ শিক্ষার্থীরা শিগগির বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানান।

ড. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘এটা আমাদের প্রতীকী ক্লাস। সপ্তাহে দুদিন সোম ও মঙ্গলবার এ ক্লাস নেয়া হবে। এ দুদিন আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ক্লাস নেব।’

গাছতলায় ক্লাস নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘শ্রেণিকক্ষে যাওয়ার সুযোগ না হলে এভাবেই আমরা গাছতলায় ক্লাস নেব। অনলাইন ক্লাস নেয়ার কথা বলেছে সরকার, কিন্তু সেটা আসলে একটা অকার্যকর পদ্ধতি।’

ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘আমরা এই প্রতীকী ক্লাস নেয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই যে, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ক্রমেই তারা অযোগ্য হয়ে উঠছে। শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, অনেকে আত্মহত্যাও করেছে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার কারণে। তাই যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানাচ্ছি।’

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে গাছতলায় ক্লাস নেয়ার ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ

ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। এতে একাত্মতা জানান আরও কয়েকজন শিক্ষক।