Print Date & Time : 10 September 2025 Wednesday 1:48 am

রাজস্ব কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা সাহাব উদ্দিন ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের রপ্তানি শাখায় কর্মরত ছিলেন। প্রাথমিক অনুসন্ধানে তার ৭১ লাখ ৮৮ হাজার ৩৮২ টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদনের পর নোটিশটি জারি করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শেষ হয়েছে। তিনি ৪৫ লাখ ১৫ হাজার ৯৫৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ভবন নির্মাণে ২৬ লাখ ৭২ হাজার ৪২৯ টাকা ব্যয়ের তথ্য গোপন করেছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা মোতাবেক সাহাব উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া

বেগমের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় (চট্টগ্রাম-১) থেকে নোটিশটি জারি করা হয়।

অভিযোগটি অনুসন্ধান করেছেন দুদকের উপপরিচালক ফখরুল ইসলাম। অনুসন্ধান শেষে তিনি কমিশনে প্রতিবেদন দাখিল করেন।