নিজস্ব প্রতিবেদক : দেশের রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংক এক হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। জানা গেছে, ‘অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের সক্ষমতা বৃদ্ধিকরণ’ নামে নতুন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯ কোটি ২০ লাখ টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে ৮ কোটি ৮০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে এক হাজার কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ইতোমধ্যে ঋণ নিশ্চিত করেছে।
এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডকে। চলতি বছর থেকে শুরু হয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত এটি কার্যকর হবে। প্রকল্পে রাজস্ব বোর্ডের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবসায়িক প্রক্রিয়া পুনর্গঠন, প্রশিক্ষণ, নীতি বিশ্লেষণ সক্ষমতা জোরদারকরণ, অভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগ ব্যবস্থাপনা উন্নয়ন এবং শক্তিশালী গবেষণা ও পরিসংখ্যান ইউনিট গঠন করা হবে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পাবলিক রিলেশন বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব জানিয়েছেন, ১২ জুন বিশ্বব্যাংক বোর্ড ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে, যার মধ্যে রাজস্ব বোর্ড সংস্কারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান উন্নয়নের জন্য ঋণ রয়েছে। ঋণচুক্তির সময়সূচি ইআরডি নির্ধারণ করবে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ড. কাইয়ুম আরা বেগম বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়বে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহায়ক হবে।’