শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ অভিষেক হবে আগামী বছরের ৬ মে। এদিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকভাবে রাজাকে মুকুট পরানো হবে। খবর: বিবিসি।
গত মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে তৃতীয় চার্লস রাজপরিবারের প্রথা অনুযায়ী এরই মধ্যে রাজা হয়েছেন। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার নতুন রাজত্বের প্রতীকী অনুষ্ঠান উদ্যাপন করা হবে।
রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে ঘোষণা করা হয়েছে, এদিন নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজাকে পরম প্রতাপশালী হিসেবে অভিষিক্ত করা হবে। অভিষেক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রাচীন ও আধুনিক এই দুইয়ের সংমিশ্রণ থাকবে। তার মাথায় পরানো হবে মুকুট।
ঐতিহাসিক এই অনুষ্ঠানে রাজার পাশে থাকবেন তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। এদিন একই ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুইন কনসোর্ট ক্যামিলাকে মুকুট পরানো হবে। তবে রাজার চেয়ে অপেক্ষাকৃত সাধাসিধাভাবে এ অনুষ্ঠান হবে।
যুক্তরাজ্যে প্রায় ৭০ বছর পর রাজ অভিষেক অনুষ্ঠান করা হচ্ছে। সর্বশেষ ১৯৫৩ সালের জুনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়েছিল। এ ছাড়া ১৯০২ সালের পর শনিবারে আয়োজিত প্রথম অভিষেক অনুষ্ঠান এটি। ওই বছরের এক শনিবারে রাজা সপ্তম এডওয়ার্ডের অভিষেক হয়েছিল।