Print Date & Time : 10 September 2025 Wednesday 3:17 pm

রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ মন্দিরের উদ্বোধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জমিদার যদুনাথ রায়ের বাড়ির শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ পুনঃসংস্কারকৃত মন্দিরের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ফিতা কেটে এ মন্দিরের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি।

শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদ এলাহী, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধির দত্ত।