Print Date & Time : 29 August 2025 Friday 10:41 am

রাতের অন্ধকারে মাল্টা বাগান উপড়ে ফেললো দুর্বৃত্তরা

প্রতিনিধি ,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালিগঞ্জে রাতের অন্ধকারে মাল্টা বাগানের ৩৫২টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার(৪ জুলাই) রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে।এতে বাগান মালিক মমিনুরের ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কয়েক বছর আগে বাগান মালিক মমিনুর রহমান লিজ নিয়ে ২ একর জমিতে মাল্টা বাগান করেন।সোমবার রাতের কোনো এক সময় বাগানের সব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।এতে বাগান মালিক মমিনুর ঋণের বোঝায় দিশেহারা।

বাগানের মালিক মমিনুর বলেন,আমার সাথে কারো বিরোধ নাই।বাগান করতে ঋণ করেছি।এখন ঋণের বোঝা শোধ করার উপায় নাই।মমিনুরের বাবা নুরুল হক বলেন,বাগানের সব গুলো গাছে কিছু দিনের মধ্যে ফল আসতো।বাগানের শুরুতেই ৮ লক্ষ টাকা খরচ হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন,মাল্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা নিবো।