Print Date & Time : 7 September 2025 Sunday 12:36 am

রাতের ভোট আমি দেখিনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: দিনের ভোট রাতে হয়, এটা আমি দেখিনি। এটা তো অভিযোগ, তদন্ত হলে বেরিয়ে আসত। গতকাল নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক বৈঠকে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এ বৈঠকে সিইসি তার পাঁচ বছর মেয়াদের নানা কর্মযজ্ঞ তুলে ধরেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সিইসির মতামত জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের ওপর ভিত্তি করে আমি কনক্লুসিভ কিছু বলতে পারি না। কারণ আমি তো দেখিনি। আপনিও দেখেননি, যে রাতে ভোট হয়েছে। তদন্ত হলে বেরিয়ে আসত।

সিইসি বলেন, এটা এখন প্রায়ই শোনা যায় কিন্তু এটা অভিযোগ। সংসদ নির্বাচনের সময় আদালতে যেতে বলেছিলাম প্রার্থীদের। কিন্ত কোনো রাজনৈতিক দলই কেন যাননি, জানি না। যেহেতু যাননি, তার অর্থ এটা অভিযোগ।

কে এম নূরুল হুদা বলেন, আমরা বলেছিলাম অভিযোগ প্রমাণসহ আমাদের কাছে আসতে। এলে বা আদালতে গেলে এবং প্রমাণ হলে সংশ্লিষ্ট নির্বাচন বা পুরো নির্বাচন বাতিল হতে পারত। রাজনৈতিক দলগুলো এ সুযোগ হাতছাড়া করেছে।

‘আরএফইডি টক’ শীর্ষক এ বৈঠকে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সোমা ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী জেবেল।