Print Date & Time : 2 September 2025 Tuesday 1:14 pm

রাতে নিখোঁজ, সকালে মিলল মাথাবিহীন মরদেহ

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে ইয়াছিন আলী (৪৫) নামে এক চা-বিক্রেতার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন আলী শহরের সুলতানপুর কাজিপাড়ার মৃত শাহবাজ মোল্লার ছেলে। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা বাজারে চা বিক্রি করতেন।

নিহতের মেয়ে জেসমিন নাহার জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে এক ব্যক্তি বাবাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে মাথা ছাড়া তার মরদেহ পাওয়া গেছে।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশের পুরো টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে। মরদেহের বিচ্ছিন্ন মাথা এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ক্লু উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।