রাধারমণ সংগীত উৎসব কাল থেকে

শোবিজ ডেস্ক: লোককবি রাধারমণ দত্ত স্মরণে আয়োজন করা হয়েছে গানের আসর। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উম্মুক্ত মাঠে আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে ‘রাধারমণ সংগীত উৎসব’। চলবে শনিবার পর্যন্ত। উৎসব আয়োজন করেছে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। আগামীকাল বিকাল ৫টায় উৎসব উদ্বোধন করবেন লোকগানের শিল্পী সুষমা দাশ।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথির আসনে বসবেন পিএসসি সদস্য সমর পাল, সাবেক জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, তথ্য সচিব মরতুজা আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসিরউদ্দীন ইউসুফ। আয়োজক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ রায় জানান, প্রতিদিনের অনুষ্ঠানে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিপুলসংখ্যক বাউল, সংগীতশিল্পী ও গানের দলের পরিবেশনা থাকবে। বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপভোগ করা যাবে এগুলো।