Print Date & Time : 6 September 2025 Saturday 8:18 am

রানার অটোমোবাইলস পিএলসি ও উত্তরা মোটরস কর্পোরেশন লিমিটেডের চুক্তি স্বাক্ষর

রানার অটোমোবাইলস পিএলসি-এর সাথে উত্তরা মোটরস কর্পোরেশন লিমিটেডের বিশ্ববিখ্যাত বাজাজ থ্রী-হুইলার বিপণনের জন্য পরিবেশক নিয়োগের চুক্তি স্বাক্ষর হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সুবীর চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পরিচালক এইচ আর এন্ড এডমিন রূদাবা তাজিন, সিএফও সনদ দত্ত, হাসিবুর রহমান সুবিন হেড অফ সেলস।
উত্তরা মোটরস কর্পোরেশনের পক্ষে ছিলেন চেয়ারম্যান মতিউর রহমান, নির্বাহী পরিচালক কাজী এমদাদ হোসেন, পরিচালক নাঈমুর রহমান, পরিচালক অর্থ ও প্রশাসন হুমায়ুন কবির চৌধুরী। উল্লেখ্য আগামী ১১ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশের প্রথম থ্রী-হুইলার উৎপাদন কারখানার শুভ উদ্বোধন ও বিপণন শুরু হবে রানার অটোমোবাইলস পিএলসি-এর ভালুকা কারখানায়। বিজ্ঞপ্তি