স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে রানার গ্রুপ দেশব্যাপী ‘রানার মুক্তির মঞ্চ’ নামক একটি প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি গত ১ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের ২৬টি জেলা অতিক্রম করে আগামী ১৭ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের লাখো কোটি জনতা স্বাধীনতার জন্য জীবন বিপন্ন করে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। রানার এই প্রজন্মের কাছে মুত্তিযুুদ্ধের সেসব ইতিহাস তুলে ধরতে ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৬টি জেলায় এই প্রচারণামূলক অনুষ্ঠানটি পরিচালনা করছেন। বিজ্ঞপ্তি
