Print Date & Time : 8 September 2025 Monday 8:32 am

রানা প্লাজার সোহেল রানার জামিন আরও ৬ মাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন বিষয়ে শুনানি ছয় মাসের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন আপিল বিভাগ। এই ৬ মাস তার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার (১০ জুলাই) এই আদেশ দেন। এসময় সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এসএম শাহজাহান। এর আগে, গত ৮ মে হাইকোর্টের দেওয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ১ হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।