Print Date & Time : 29 August 2025 Friday 8:52 am

রানীর শেষকৃত্য শেষে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু ব্রিটিশ প্রধানমন্ত্রীর

শেয়ার বিজ ডেস্ক : রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসতে হলো। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তাকে ছুটতে হলো নিউইয়র্কে।

বরিস জনসনের উত্তরসূরি ট্রাস সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সাক্ষাৎ করবেন। উভয় নেতাই ব্রেক্সিট ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ট্রাসের কট্টর অবস্থানের বিরোধী।

রানী দ্বিতীয় এলিজাবেথ গত ৬ সেপ্টেম্বর ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রের প্রধান হিসেবে এটি ছিল রানীর সর্বশেষ আনুষ্ঠানিক কাজ। এর দুদিন পরই রানী মারা যান। দেশটিতে ১০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এর ফলে ব্রিটেনের যাবতীয় রাজনৈতিক কর্মকা- স্থবির হয়ে পড়ে।

এদিকে ট্রাস বুধবার জাতিসংঘে তার মূল বক্তব্যে রাশিয়ার ওপর জ্বালানিনির্ভরতা বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানাতে যাচ্ছেন। এছাড়া ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনও তিনি পুনর্র্বক্ত করবেন। বৃহস্পতিবার ট্রাসের লন্ডন ফিরে আসার কথা রয়েছে।