Print Date & Time : 28 August 2025 Thursday 12:09 am

রাবিতে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

প্রতিনিধি, রাবি: জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী ষষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। ‘বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূরীকরণ এবং আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা’ প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করছে রাবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা)।

গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনটির উদ্বোধন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. শাহারিয়ার ইমন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আরইউমুনার প্রধান উপদেষ্টা শাহ আজম।

এ সময় সেক্রেটারি জেনারেল শাহরিয়ার ইমন বলেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে উদ্যোগের বিষয় হলো নিরাপত্তাহীনতা। রাশিয়া-ইউক্রেন ও বাংলাদেশসহ বিশ্বের দেশগুলোয় প্রবল উত্তেজনা বিরাজ করছে। আমাদের দেশে নারীদের পোশাক পরিধান নিয়ে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, এসব বিষয় রোধে কাজ করে যাচ্ছে আরইউমুনা। গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে কীভাবে সংকটময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায় ও বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূর করতে আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা করা এবারের ছায়া জাতিসংঘের লক্ষ্য।

এদিকে জাতিসংঘের আদলে ৮টি কমিটি নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। এগুলো হলোÑজাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যশনাল প্রেস এবং জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা।

এবারের কনফারেন্সে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ জন শিক্ষার্থী বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। ছায়া জাতিসংঘের কমিটিগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক বিল্ডিং ও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি বিল্ডিংয়ে পরিচালনা করা হবে।