প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র ভবনের ছাদ ধসে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ছাদ ধ্বসে ওই শিক্ষার্থী আহত হন।
পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত শতকত ওমর সজীব বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। তিনি বর্তমানে হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কোমরের হাড় ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্লাস শুরুর আগে শওকত বন্ধুদের সঙ্গে রোদ পোহাতে ভবনের ছাদে ওঠেন। এক পর্যায়ে তিনি ছাদের উত্তর পশ্চিম কোণে যেতেই ছাদের কার্নিশসহ ছাদের কিছু অংশ ভেঙে শওকত নিচে পড়ে যান। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠিয়ে দেন।
ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি আবু সাদেক মো. কামরুজ্জামান জানান, শওকতের বন্ধুদের কাছ থেকে বিষয়টি জেনেছেন। তিনি খোঁজখবর নিচ্ছেন। তবে এভাবে ছাদ ধসে শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন তিনি।
উল্লেখ্য, এর আগে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনসহ বেশ কয়েকটি একাডেমিক ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রকৌশল দফতর। এরপরও ঝুঁকি নিয়ে ভবনগুলোতে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পর্যাপ্ত বাজেট না পাওয়ায় ভবনগুলো সংস্কারে তেমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে জানায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর।

Print Date & Time : 27 July 2025 Sunday 3:45 pm
রাবিতে ছাদ ধসে শিক্ষার্থী আহত
সারা বাংলা ♦ প্রকাশ: