প্রতিনিধি, রাবি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাবি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস) আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন গতকাল সকাল সাড়ে ৯টায় ইনস্টিটিউট চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, আইইএস পরিচালক অধ্যাপক সাবরিনা নাজ প্রমুখ বৃক্ষরোপণ করেন।
সকাল ১০টায় ইনস্টিটিউট চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে সাবাস বাংলাদেশ চত্বরে এসে শেষ মিলিত হন তারা। শোভাযাত্রায় উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ ও আইইএস পরিচালকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন।
এদিন সকাল সাড়ে ১০টায় সাবাস বাংলাদেশ চত্বরে উপাচার্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আইইএস ও পরিবেশ বিষয়ক সংগঠন লিনার্ক আয়োজিত ‘বাংলাদেশের পরিবেশ দূষণ সমস্যা সমাধান,
প্রশমন ও নিরসন সম্পর্কিত উদ্ভাবনী প্রত্যয় ও পরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক ক্লাইমেট ক্যাম্প উদ্বোধন করেন।
বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি উদ্বোধন করে উপাচার্য বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। এবারের পরিবেশ দিবসের সেøাগান ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সবার অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষিত রাখার পাশাপাশি ধরিত্রীকে টিকিয়ে রাখার স্বার্থে স্লোগানটি নতুন করে আমাদের উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।