রাবিতে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত

প্রতিনিধি, রাবি: ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যানারে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন থেকে শোভাযাত্রা বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সিনেট-সংলগ্ন প্যারিস রোডে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।

এ সময় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য, গুরুত্ব ও প্রাসঙ্গিকতা আলোচনায় বক্তারা বলেন, সব শিক্ষার প্রাথমিক ভিত্তিই হলো সাক্ষরতা। বর্তমানে করোনা-পরবর্তী পৃথিবীতে দক্ষিণ এশিয়া, সাব-সাহারা অঞ্চলসহ বিশ্বব্যাপী স্কুল থেকে ঝরে পড়া রোধ করা, ডিজিটাল লিটারেসিতে প্রবেশের প্রস্তুতি হিসেবে এবং সচেতন পৃথিবী বিনির্মাণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রথম সাক্ষরতা দিবস উদযাপন শুরু হয়। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার সেই প্রচেষ্টাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ২০২২ সালের জনশুমারি মতে বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

আলোচনায় বক্তারা দেশের শিক্ষা, গবেষণা, গুণগত শিক্ষা প্রদান, শিখনের বহুমুখিতা, শিখনের বিস্তারিত নিয়ে আলোচনায় সাক্ষরতার প্রারম্ভিক গুরুত্ব আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং শিক্ষা সংক্রান্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা উঠে আসে সামগ্রিক আলোচনায়। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষকসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।