Print Date & Time : 8 July 2025 Tuesday 5:19 pm

রাবিতে সমন্বয়ক ও সাংবাদিকদের জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান 

প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭ জন সমন্বয়ক ও ৬ জন সাংবাদিক সহ কয়েকজন শিক্ষককে জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

রোববার (২মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ১৭ জন সমন্বয়ক হলেন, গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওসাজ জামান, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তালেব। সহ সমন্বয়ক ফুয়াদ উল ইসলাম ভুইয়া রাতুল, এফ. আর.এম, ফাহিম রেজা, তাসিন খান, মেহেদী হাসান মারুফ, ফৌজিয়া নৌরিন, সালাউদ্দিন আম্মার, মৃত্তিকা, মাহাদী হাসান মাহির, নুরুল ইসলাম শহিদ, আতাউল্লাহ।

এছাড়া ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারা হলেন রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল ও সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিন, রাবি সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রায়, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু।

এছাড়া জুলাই বিপ্লবের সংগঠক সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাশেদ রাজনকেও দেওয়া হয় এই অ্যাওয়ার্ড।

এ বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, আমরা জুলাই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ পরিচালনা করতে চাই। জুলাই আগস্টের স্পিরিটটাকে আমরা ধারণ করতে চাই। এজন্য জুলাই আগস্টে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের সম্মাননায় জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এখানে সমন্বয়ক, সাংবাদিক ও কয়েকজন শিক্ষককে এটা আমরা দিয়েছি। জুলাই বিপ্লবকে ধারণ করেই স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।