Print Date & Time : 23 July 2025 Wednesday 4:14 am

রাবিতে ৪২৪ কোটি টাকার বাজেট

প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জন্য ২০১৯-২০ শিক্ষাবছরে ৪২৪ কোটি ১৫ লাখ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের সভাপতিত্বে ৪৯১তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক আফসার আলী জানান, এই শিক্ষাবছরের জন্য ইউজিসির কাছে ৬৩৩ কোটি ৫১ লাখ টাকা চাহিদা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এর বিপরীতে ৪২৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট বরাদ্দ দেয় মঞ্জুরি কমিশন।
প্রতিবছর একটি সংশোধিত বাজেট থাকে। এর আগে ২০১৮-১৯ শিক্ষাবছরে ৫৫৭ কোটি ৫২ লাখ টাকার চাহিদার বিপরীতে ৪২৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ওই বছর সংশোধিত বাজেট বরাদ্দ বাড়িয়ে ৪৩১ কোটি চার লাখ টাকা করা হয়। এ বছরও একটি সংশোধিত বাজেট হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে।