Print Date & Time : 29 August 2025 Friday 11:50 pm

রাবির আইন বিভাগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অনলাইনে যুক্ত হয়ে টেকনিক্যাল সমস্যার কারণে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র এ ই এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটা সভার কারণে আমি ঢাকা এসেছি। সেই কারণে আমি থাকতে না পারার জন্য দুঃখিত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইন বিভাগকে ধন্যবাদ বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করার জন্য। আশা করি, এই কর্নারের মাধ্যমে জাতির পিতার দর্শন ছড়িয়ে যাবে আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ এবং অ্যাডভোকেট আসলাম সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের অধ্যাপক আনিসুর রহমান।