রাবির পাঁচ দোকানিকে জরিমানা

প্রতিনিধি, রাবি: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে পাঁচ দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের দোকানগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

তথ্যমতে, অভিযানে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৭ ও ৫১ ও ৫৩নং ধারা অনুযায়ী পাঁচ দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে টুকিটাকি স্ন্যাকস অ্যান্ড স্টেশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিদেশি পণ্যের ওপর স্টিকার ও এমআরপি না থাকায় ফয়জুল অ্যান্ড সন্সের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা দিতে অস্বীকার করায় এ দোকানকে সিলগালা করার সিদ্ধান্ত নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে একপর্যায়ে টাকা দেয়ায় সিলগালা করার সিদ্ধান্ত থেকে বেঁচে যান এ দোকানি।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও অপরিষ্কার প্লেট রাখার দায়ে টুকিটাকি চত্বরের দুই হোটেল মালিককে দুই হাজার করে এবং একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, কোনো অভিযোগ ছাড়াই আমরা আজকে এই অভিযান পরিচালনা করি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান পরিদর্শন করে ভোক্তা অধিকার-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় পাঁচ দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আমাদের সার্বিক সহযোগিতায় ছিল।