Print Date & Time : 10 September 2025 Wednesday 8:07 pm

রাবির লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মোমেন

প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. নূরুল মোমেন। গতকাল বুধবার সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. সাজেদা আক্তারের কাছ থেকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।

ড. নূরুল মোমেন রাবির লোকপ্রশাসন বিভাগ থেকে ১৯৯৯ সালে স্নাতক (অনার্স) ও ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ২০০২ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১০ সালে নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ইতালির স্কুলা সুপারিওর সান্তানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. নূরুল মোমেন বলেন, করোনা মহামারির কারণে বিভাগে যে সেশনজটের সৃষ্টি হয়েছে তার অনেকটাই দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে যেটুকু সেশনজট আছে, তা দূর করে বিভাগকে গতিশীল করার জন্য তিনি সব শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑবিভাগের শিক্ষক অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান, অধ্যাপক ড. আওয়াল হোসাইন মোল্লা, অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, অধ্যাপক ড. মর্জিনা বেগম, অধ্যাপক ড. কামরুল আহসান, সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার প্রমুখ।