Print Date & Time : 11 September 2025 Thursday 1:06 pm

রাবি ক্যারিয়ার ক্লাবের কমিটি গঠন

প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী  খোন্দকার অভিষেক ইবনে শামসকে সভাপতি ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. জান্নাতুল ফেরদৌস সজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। গতকাল রোববার ভার্চুয়াল মাধ্যমে ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিটির সাবেক সভাপতি মো. সাব্বির হোসেন এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেনÑসহসভাপতি আশিকুর রহমান, আয়েশা আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সারজিল আহমেদ, শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আজমাঈন হোসেন সাব্বির, নাজমুল আকতার আকাশ, ফাহমিদা আশরাফি আদিবা ও আসিফ আল আকিব।