প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রকে সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত পরিষদের সাধারণ সভায় ২৫ সদস্যের এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক এম মোখলেসুর রহমান ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বেলায়েত হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শুধু অনুসরণই নয়, এ আদর্শের বাস্তবায়নে নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, বঙ্গবন্ধু পরিষদকে তার সহযোগী হিসেবে কাজ করতে হবে। তিনি উপস্থিত সবাই সদস্যকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।