রামগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে আলোচনা

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখার উদ্যোগে গত শনিবার শাখা প্রাঙ্গণে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ বিষয়ে আলোচনা এবং গ্রাহক-শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন খান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনাপুর বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হারুনুর রশীদ পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি