Print Date & Time : 9 July 2025 Wednesday 1:07 am

রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু

শেয়ার বিজ ডেস্ক: রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) বুধবার (১২ মার্চ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্টের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য হলো- রমজান ও ঈদের আবহকে একত্রিত করে দর্শকদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতার তৈরি করা।

যেখানে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারণসংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) মো. জাহাঙ্গীর আলম এবং মিব শো’র ব্যবস্থাপন পরিচালক আব্দুল কাদের।

এ উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।